প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: একমাত্র ছেলে পদ্মর বয়স এখনো দুই বছর হয়নি, এরমধ্যে পরীর ঘরে এসেছে নতুন অতিথি! কন্যাসন্তান, যার বয়স মাত্র ৯ দিন! এই মেয়েকে তিনি দত্তক নিয়েছেন। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শীর্ষ দৈনিক আনন্দবাজার অনলাইনে ‘মেয়ের মা হলাম’ শিরোনামে এক লেখায় এমনটাই জানান পরীমনি। নায়িকা এও জানান, তার মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। মা দিবসে সেই মেয়েকে প্রকাশ্যে এনেছেন নায়িকা।
এদিন (রবিবার) ছেলে শাহীম মোহাম্মদ পদ্ম এবং মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মের একটি ভিডিও প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার অন্যতম সুন্দরী নায়িকা পরীমনি। ৯ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করে পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে টু মি। আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’ ভিডিও বার্তায় দেখা গেছে, পরীমনির ছেলে পদ্ম ছোট বোনকে আদর করছে। যদিও মেয়ের মুখ ভালোভাবে দেখাননি পরী। বোঝাই যাচ্ছে বেশ ঘটা করেই মেয়েকে দেখাবেন এই অভিনেত্রী।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২ মে ২০২৪ /এমএম





