Menu

প্রবাস বাংলা ডেস্ক রিপোর্ট  :: কানাডার স্থানীয় সময় আজ দুপুর ১২ঃ৩০ ঘঠিকায় কানাডা-বাংলাদেশ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ (বাংলাদেশ ককাস) এর সাবেক চেয়ার মিং নাতানিয়ান স্মিত এমপির আহব্বানে এক ভার্চুয়াল সভায় মন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরও বলেন বিএনপিকে কেনেডিয়ান সরকার কখনও টেররিষ্ট সংগঠন মনে করেনা।

সাবেক ককাস চেয়ার তার স্বাগত বক্তব্যে বলেন অতীতে কিছু কোর্টের রায়ের মাধ্যমে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল, তা সংশোধন হয়েছে। কিন্তু বিগত দিনে যারা এ রায়ের মাধ্যমে পিআর পাচ্ছেনা তাদের কে সাহায্য করার জন্য মিং মিলারকে আহব্বায়ন জানান। সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সম্পর্কিত স্থায়ী কমিটি এর চেয়ার মিসেস সালমা জাহিদ এমপি বলেন-মিনিষ্টারসহ আমরা এ বিষয়ে অবগত। শীঘ্রই আপনারা ভাল সংবাদ পাবেন।

নাতানিয়ান স্মিত এর অফিস সহকারী আসাদ ও মার্ক মিলারের প্রধান সহকারী লিসা মনিটগামারির সন্চালনায় আলোচনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় মন্ত্রী ২০১৫তে এম পি থাকা আবস্হা থেকে আমাদের ন্যায্য দাবীর সাথে একমত। কিন্তু তাঁর মত পোষন করার পরও আজও আমাদের কর্মীদের কোন সুরাহা হচ্ছে না, যা দুঃখজনক। আরও বক্তব্য রাখেন ডঃ আব্দুর রব,লিবারেল পাঠির নেতা মোমিন ভুইয়া ও মাইনুল রহমান প্রমুখ । উক্ত আনুষ্টানে আরও উপস্তিত ছিলেন মামনীয় মন্তী বিল ব্লেয়ার এর কমিকেসন ডিরেক্টর মিং এসেক্স এমারসন, অফিস সহকারী মিস নাদিয়া ও মাননীয় মন্তী মার্ক মিলারের সহকারী মিং জন ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ মে ২০২৪ /এমএম