প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আতিফ আসলাম, যাকে চেনার জন্যই তার নামটাই যথেষ্ট। শুধু পাকিস্তান নয়, ভারত এবং বাংলাদেশের তরুণ গানপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে তিনি। চমকপ্রদ খবর হলো, সেই আতিফ আসলাম ফের একবার তার সুরের জাদু ছড়াতে আসতে চলেছেন ঢাকায়। বৃহস্পতিবার বিকালে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই সুসংবাদ আতিফ আসলামই দিয়েছেন। গায়ক তার পোস্টে লিখেছেন, ‘শিগগিরই দেখা হচ্ছে বাংলাদেশ।’
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৮ ও ১৯ এপ্রিল ‘লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’–এ গান গাওয়ার কথা রয়েছে আতিফ আসলামের। উৎসবটির আয়োজন করছে লেটস ভাইব ও ব্লুজ কমিউনিকেশন। তবে আতিফ আসলামের বিষয়ে এখনই কথা বলতে নারাজ আয়োজকরা। তারা জানিয়েছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সবকিছু ঘোষণা করা হবে। এই উৎসবে আতিফ আসলাম ছাড়াও দেশি–বিদেশি তারকা শিল্পীদের থাকার কথা রয়েছে।
এর আগে ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় পারফর্ম করেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ আট বছর পর ফের আসতে চলেছেন ঢাকায়। এ নিয়ে আতিফ আসলামের বাংলাদেশি ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ মার্চ ২০২৪ /এমএম