বাংলানিউজসিএ ডেস্ক :: শরতের দুপুরে খাঁ খাঁ রোদ
নীল আকাশ সেজেছে যেন অপরূপ,
সাদা মেঘের ভেলা গুলো করছে খেলা
স্নিগ্ধ কোমল শান্ত শরতের সকাল বেলা।
মাঠে মাঠে বসেছে সবুজের মেলা
সোনার ফসলে মন করে যে উতলা,
নিঃশব্দ চারদিকে বইছে হিমেল হাওয়া
অনাবিল আনন্দে ভরে যায় শরতের বেলা।
খাল বিলের দুপাশে দুল খায় সাদা কাশফুল
জলাশয়ে ফুটেছে শাপলা আর পদ্মা ফুল
শিশির ভেজা প্রভাতে মালতী,জুঁই, টগর,
শিউলি,শেফালি ফুলের গন্ধে
বাতাসে মিশে সুভাস যায় দূর-দিগন্তে।
শরতের সোনালী সূর্য হাসে ঝলমলে,
গোধূলি লগ্নে আলো দেয় মেঘের আড়ালে,
সন্ধ্যা আকাশে অগণিত তারা
রুপালি চাঁদ খেলা করে রাতের বেলা।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ সেপ্টেম্বর ২০১৯/ এমএম
Array