Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্র আনান্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠানে দেশ বিদেশের ভিআইপি সেলিব্রেটিদের সামনে পারফর্ম করেছেন মার্কিন পপ গায়িকা রিহানা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য পারিশ্রমিক হিসেবে রিয়ানা নিয়েছেন ৫২ কোটি রুপি। তবে ইকোনোমিক টাইমস-সহ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এ অনুষ্ঠানে এক রাতে পারফর্মের জন্য ৭৭ কোটি রুপি নিয়েছেন এই ‘পপ কুইন’।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, মোট ৪০ মিনিট মঞ্চে ছিলেন রিয়ানা। ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে খালি পায়ে গান পরিবেশন করেন তিনি। পুরো সময় পোশাকও পরিবর্তন করেননি, শুধু শেষদিকে একটি গোলাপি টুপি পরেন। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের অনুষ্ঠান মাতান বলিউড তারকারাও। তবে তাদের পারিশ্রমিক থেকে রিহানার পারিশ্রমিক অনেক বেশি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৪ মার্চ ২০২৪ /এমএম


Array