আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: ১০ই জানুয়ারি (১৯৭২) বিজয়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষ্যে অন্টারিও আওয়ামী লীগ, কানাডার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ” বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও তাৎপর্য এবং খুনি নুর চৌধুরীকে দেশে প্রেরণ” ও ১২তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিয়ে আলোচনার অনুষ্ঠান পালন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামী লীগ, কানাডা।
বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং স্বাধীন বাংলাদেশের রুপকার, স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ অন্টারিও,কানাডা আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব আমিন মিয়া, সভাপতি বঙ্গবন্ধু পরিষদ, ড. হুমায়ুন কবির সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সুকোমল রায়, আহবায়ক স্বেচ্ছাসেবক লীগ, ইঞ্জিনিয়ার নওশের আলী, সহসভাপতি অন্টারিও আওয়ামী লীগ ।
অন্টারিও আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ভিপি বাকসু জনাব ফায়েজুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় বক্তারা শতাব্দীর মহানায়ক হাজার বছরের শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আলোচনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুনাবলী, কুটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতার, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।
বক্তারা আরও বলেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ যে কোন জাতীয় ইস্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনায় বক্তারা তাদের প্রনবন্ধ বক্তব্যে তথ্য উপাত্ত সহ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন থেকে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন। সেই সাথে যারা প্রবাসে বসে দেশের ও সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার ও খুনি নুর চৌধুরীকে দেশে ফেরতের ব্যাপারে আরও ব্যাপক ভুমিকা পালন ও প্রবাস থেকে জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আহবান জানান।
বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও জননেত্রীর নেত্রীত্বে বাংলাদেশের পক্ষে সকলকে নিয়ে একহয়ে কাজ করার এবং প্রবাস থেকে নেত্রীর পক্ষে শক্তিশালী ভুমিকা পালন করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিপুল সংখ্যক নেতা কর্মীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি আমিন মিয়া, বিশেষ অতিথি ড. হুমায়ুন কবির, সুকোমল রায়, ইঞ্জিনিয়ার নওশের আলী।
কানাডা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, দপ্তর শেখ জসিম উদ্দিন, নির্বাহী নির্বাহী সদস্য রতন কুমার দে। অন্টারিও আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুশফাকুর রহমান আকন্দ , আব্দুল হামিদ, শরিফুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ, এস বি হামিদ। স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম। আন্তর্জাতিক শিক্ষার্থী মো: জয়নুল আবেদিন, সোহাগ হোসেন, মুহিন উদ্দিন, মো: ইউনুছ মিয়া, মেহেদী হাসান, মো: তকবীর হোসেন, মো: হামিদ, মো: বাবু, সোহেল আহম্মেদ, ম্যাক তারিক, রোকন চৌধুরী, রিয়েলটর রবিন ইসলাম সহ অনেকেই।
বক্তারা ১২তম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সাংসদদের ও জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ও জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের পক্ষে কানাডা থেকে এক হয়ে কাজ করার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ জানুয়ারি ২০২৪ /এমএম





