আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: যথাযথ ভাবগাম্ভীর্য ও আননেদঘন পরিবেশে চট্টগ্রাম সমিতি কানাডা মহান বিজয় দিবস উদযাপন করেছে। ১৭ ডিসেম্বর ড্যানফোর্থস্হ সমিতির অস্হায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কানাডায় বসবাসরত ৫জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন মেজর (অবঃ) মিজানুর রহমান (বীর প্রতীক), কর্ণেল(অবঃ) কাজী কায়সার উদ্দিন, ডাঃ জয়নুল আবেদিন, মারুফ শাহ চৌধুরী এবং মোঃ শাহজাহান উদ্দিন।অনুষ্ঠানের সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক তানভী হকের সম্পাদনায় মুক্তিযুদ্ধের উপর একটি ডকুমেন্টরী প্রদর্শিত হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী তাসনুভা বাশার, জসিম উদ্দিন আনসারী, রোকনুজ্জামান, শামীমা আক্তার সীমা ও রিন্টু।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ ডিসেম্বর ২০২৩ /এমএম





