Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  ::‌ অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশিল বাতিল করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন করে তফশিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে কানাডা বিএনপি।কানাডার স্থানীয় সময় সোমবার দুপুরে মন্ট্রিয়ল শহরের ডাউন টাউনে কনকর্ডিয়া ইউনিভার্সিটি এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যুইবেক বিএনপির উদ্যেগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।ফয়সল আহমেদ চৌধুরী বলেন, সরকারের লালিত এই নির্বাচন কমিশন ঘোষিত এই তফশিল অবিলম্বে বাতিল করতে হবে। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবেনা। অবিলম্বে এই নির্বাচন কমিশনের ও শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।তিনি বলেন, এখনও সময় আছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন। বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিন।না হয় দেশের জনগণ আপনি শেখ হাসিনাকে ক্ষমা করবেনা। দেশের জনগণ আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।

তিনি বলেন, আমরা চাই দেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। বিদেশিরাও তাই চায়। দেশে গণতন্ত্র ফিরে আসুক। কিন্তু এই অবৈধ সরকারের নেতৃত্বে থাকা শেখ হাসিনা তা চায় না। তিনি দেশের মানুষের সকল অধিকার হরণ করে ক্ষমতা ধরে রাখতে চায়।এসময় ফয়সল চৌধুরী, কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে, এবং সবদলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ইতিমধ্যে কানাডা থেকে বাংলাদেশ ককাসের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ৮জন সংসদ সদস্য আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে।ক্যুইবেক বিএনপির সভাপতি আবদুল মান্নান বলেন, একটা অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু শেখ হাসিনার অধীনে নির্বাচনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবেনা। আমাদের দাবি অবিলম্বে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন তফশিল ঘোষণা দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান এ বি এম আব্দুর রাজ্জাক রাজু,কানাডাবিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার, জাসাস কানাডার সভাপতি সিরাজুল ইসলাম মিজি, ক্যুইবেক বিএনপির সহ সভাপতি নওশাদ উল্লাহ,সাবেক যুগ্ন সম্পাদক জালালুর রহমান জালাল,সহ সভাপতি নুরুল ইসলাম রুনু, যুগ্ম সম্পাদক মুহিম আহমদ, যুগ্ম সম্পাদক নাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ, যুবনেতা আব্দুল আজিজ ও তৌফিক হাসান চন্চল প্রমূখ ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ নভেম্বর ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ