Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ কানাডার টরেন্টোর সিটি কর্তৃপক্ষ উবার, লিফ্টসহ রাইড শেয়ারিং এর লাইসেন্স দেয়া বন্ধ করে দিয়েছে। কানাডার স্থানীয় সময় বুধবার সিটি কাউন্সিলের এক সভায় এ সম্পর্কিত এক মূসন পাশ হয়েছে। মূসন টি উত্থাপন করেন ডেপুটি মেয়রের দায়িত্বে থাকা মাইক কোর।যদিও সাতজন কাউন্সিলর এর বিপক্ষে ভোট দিয়েছেন।বিরোধিতা সত্ত্বেও টরোন্টোর সিটি মেয়র অলিভিয়া চৌ-এই মূসন পাশ করেন।

২০৩১ সালের মধ্যে শহরে ইলেকট্রিক গাড়ি চালুর লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সিটি জানিয়েছে।সিটি কর্তৃপক্ষ বলেছে, পরিবেশ দূষন রোধ এবং যানবাহন থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ শূণ্যে নামিয়ে আনতে আইনি কাঠামো এবং পরিকল্পনা সংক্রান্ত প্রতিবেদন করতে সিটিকে বলা হয়েছে। এগুলো চূড়ান্ত না হ্ওয়া পর্য়ন্ত টরন্টোয় উবার, লিফ্টসহ রাইড শেয়ারিং উবার ইটস, খাবার সরবরাহ এর নতুন লাইসেন্স দেয়া বন্ধ থাকবে।

উবার লিফ্টসহ রাইড শেয়ারিং বা ফুড ডেলিভারির জন্য সিটি কর্পোরেশন থেকে প্রাইভেট ট্রান্সপোর্ট কোম্পানি (পিটিসি) লাইসেন্স নিতে হয়। সিটি এখন এই লাইসেন্স দেয়া বন্ধ রাখবে। টরন্টোর সিটির তথ্য অনুযায়ী ৫২ হাজার উবার ড্রাইভার রয়েছে টরোন্টোতে। টরোন্টো সিটি কর্তৃপক্ষ এই সংখ্যা আর বাড়াতে চাচ্ছে না।

এদিকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে অনেকের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বহু সংস্কৃতির দেশ কানাডায় প্রতিবছর প্রায় সাড়ে ৫ লাখ নতুন অভিবাসী অভিবাসনের প্রত্যাশায় পাড়ি দেয় কানাডায়। নতুন আসা অভিবাসীদের অনেকেই পেশা হিসেবে রাইড শেয়ারিং এর পেশা বেছে নেন।কানাডায় বসবাসরত অনেকেই আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অতিরিক্ত আয়ের জন্য রাইড শেয়ারিং করে থাকেন। কর্তৃপক্ষের হঠাৎ এই সিদ্ধান্তের ফলে অনেকের মধ্যেই হতাশা দেখা গেছে।

এ প্রসঙ্গে কানাডার নতুন দেশ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক শওগাত আলী সাগর মিডিয়া কে বলেন, বর্তমানে পুরো কানাডা জুড়েই এক ধরনের অর্থনৈতিক চাপ চলছে। নাগরিকরা হিমশিম খাচ্ছে। একদিকে যারা বাড়ি ভাড়া করে থাকেন তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে অন্যদিকে যাদের নিজস্ব বাড়ি আছে তাদের ব্যাংকের মটগেজের সুদের হার বেড়েছে। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন আকাশ চুম্বী। অনেকেই উবার বা রাইড শেয়ারিং করে সংসার চালান। তিনি সিটি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে “মরার উপরে খারার ঘা” বলে অভিহিত করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৩ অক্টোবর ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ