Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ প্রবাসে বসবাসরত প্রতিটি বাংলাদেশিকে দেশের অ্যাম্বেস্যডার হিসেবে অভিহিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি কানাডায় বসবাসরত বাংলাদেশিদের কানাডার মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে বলেন,কানাডার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত এবং সক্রিয় হয়ে আপনারা বাংলাদেশের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে পারবেন।

তিনি আজ সকালে (কানাডার স্থানীয় সময় শুক্রবার) সকালে টরন্টোর ‘মদিনা গ্রীল’ রেস্টুরেন্টে কানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ব্রেকফাস্ট সভায় এই আহ্বান জানান।প্রসঙ্গত, মন্ত্রী হাছান মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট।সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

বক্তব্য রাখেন, মোহাম্মদ আমিন মিয়া,শাহাবুদ্দিন আহমেদ,শওগাত আলী সাগর, গিয়াসউদ্দিন আহমেদ,শফি আহমেদ, এ এম এম তোহা, সাজ্জাদ হোসাইন,জহিরুল হক চৌধুরী,কাজী জহিরউদ্দিন, মিনারা বেগম প্রমূখ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৬ সেপ্টেম্বর ২০২৩ /এমএম


এই বিভাগের আরও সংবাদ

Generic selectors
Exact matches only
Search in title
Search in content