Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ আগামী ১৬ ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ছয়টায় কানাডার ক্যালগেরির রকি রিজ নর্থ ওয়েস্টের বিএমও সেন্টারে “ক্যালগারি বাংলা এনসেম্বল” তাদের প্রথম বাংলা থিয়েটার প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের “ডাকঘর” ও “অচলায়তন” এর অনুপ্রেরণায় নাটক “আমাদের অমলেরা ” মঞ্চায়িত করতে যাচ্ছে। বাবা মায়ের ব্যস্ততা আর বহু সংস্কৃতির দাবানলে আমাদের কোমলমতি শিশুরা এখন খাঁচায় বন্দী। শুন্যতাকে পূরণ করতে পাশ্চাত্যের ছোঁয়াই তাদের একমাত্র সঙ্গী।

শত বছর পূর্বে “ডাকঘর” এর অমল এখনো বদ্ধ ঘরে দই ওয়ালার ডাক শুনে, জানালার পাশে দাঁড়িয়ে দেখে তাঁরই মতো শিশুদের দলবেঁধে খেলতে যাওয়া।রবীন্দ্রনাথের “অচলায়তন” এর দাদাঠাকুর যেভাবে সব বদ্ধ দ্বার ভেঙে দিয়েছিলেন, সেই রকম একজন দাদাঠাকুর আজকের সমাজে খুব প্রয়োজন – যা নাটকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

বিশ্বায়নের স্রোতে গা ভাসিয়ে আমাদের সংস্কৃতি যেন হারিয়ে না যায়, সে লক্ষ্যেই নাটকে শিশু-কিশোরদের সম্পৃক্ততা-জানালেন আয়োজকরা।নাট্য নির্দেশক ও ক্যালগেরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপু জানালেন, প্রবাসে বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্য কে ধরে রাখতে এবং বহু সংস্কৃতির থাবা থেকে শিশু কিশোরদের মুক্ত করার প্রত্যয় নিয়েই আমরা ক্যালগেরির বাংলা এনসেম্বল,”আমাদের অমলেরা” নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছি।

নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক জয়ন্ত বসু জানালেন, নাটকটির অনন্য বৈশিষ্ট্য হল এই প্রথমবারের মতো ক্যালগারিতে বাংলা নাটক হতে যাচ্ছে যেখানে বেশিরভাগ কলাকৌশলই ক্যালগারিতে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের শিশু কিশোররা । এর সাথে থাকছে প্রতিষ্ঠিত নাট্য এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট শিল্পীরা।নাটকটির নির্দেশনা দিয়েছেন তাসফিন হোসেন তপু।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহবুবা নুর অনু, তীর্থ সাহা,আরশিয়া সালেহীন, দিয়া চক্রবর্তী, কেয়ান চৌধুরী, তাসফিন হোসেন, রিনা তাজরীন, উম্মে তানিয়া ইপা,খয়ের খোন্দকার রুবেল, অধরা রাইমা মজুমদার, সীমানা রায়, স্নিগ্ধা রায়, তানভীর চৌধুরী জয়, নাদিয়া হাসান,মানহা খান, জায়রা চৌধুরী, শারমিন সুলতানা, জাফিরা ইলাহিন হোসেন,আরিশা হাসান, মাহভীন মঈন এবং মাভিসা মঈন।নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক জয়ন্ত বসু, সহকারি প্রযোজনা ব্যবস্থাপক খয়ের খোন্দকার রুবেল এবং শুভ মজুমদার।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২সেপ্টেম্বর ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ