Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  ::‌ কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে আগামী ২৬ ও ২৭ আগস্টে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী “বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩” মেগা অনুষ্ঠান। এই উপলক্ষ্যে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরির ‘বাংলাদেশ সেন্টারে” এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক ও নানা আয়োজনের কথা তুলে ধরা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী, সহ-সভাপতি কাজী জুনায়েদ হোসেন,সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান রনি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার “চ্যানেল আই” ও “প্রবাস বাংলা ভয়েস”।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচী ও লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ। তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মাতরে আমাদের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন। এ সময়ে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী বলেন, আমাদের এই আনন্দ ঘন মূহুর্তকে স্মরনীয় করতে বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশের কিংবদন্তী বিখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন, ফোক খ্যাত লাভলী দেব, সমসাময়িক কালের সাড়া জাগানো তরুণ প্রজন্মের বালাম,মুজা, ক্রোনেজ ব্যান্ড এবং ক্যালগেরির স্বনামধন্য কায়া ব্যান্ড সঙ্গীতের দল।

প্রবাসের মাটিতে তাঁরা তুলে ধরবেন আশি এবং নববই দশকের সেই সব বিখ্যাত গান। অন্যদিকে তরুণ প্রজন্মের শিল্পীরা তুলে ধরবেন সমসাময়িক কালের বিখ্যাত গানগুলো।আয়োজকরা জানান, দুই দিন ব্যাপী অনুষ্ঠানে ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠবে প্রবাসী জীবনের আনন্দ জয়গানে।

এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রবাস জীবনে বাঙ্গালীদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে – এমনটাই আমাদের প্রত্যাশা।উল্লেখ্য অনুষ্ঠানে আলবার্টা সরকারের প্রধানমন্ত্রী ডানিয়েল স্মিথ সহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরাওউপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ আগস্ট ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ