Menu

ইশরাত হাসান

তুমি কি বিশ্বাস করো?
অপূর্ণতাই মনকে পূর্ণ করে।
ব্যথা যতই হোক নির্দয়,
বিক্ষত হৃদয়, সব সময়ই অতি সদয়!
তোমার মন কি বলেনা??
কোন একদিন গল্প করি, অথবা
স্মৃতিচারণ কিংবা স্মৃতিমন্থন!!

তোমার আমার দূরত্ব কতটুকু?
এই দেখ, একই আকাশের নিচে আমরা,
কখনো হয়তো একই জায়গায় বেড়াই!
একই বাতাস বাষ্প হয়ে, আমাদের ছুঁয়ে যায়-
একই আলো দেখি, আলোকিত পৃথিবী দেখি!
একই চাঁদ দেখি, চাঁদের মনমুগ্ধ জোছনা দেখি!
মহাকাশের তারা দেখি, জ্বলজ্বলে রশ্মি দেখি!
একই দিন দেখি, দিন পঞ্জিকাও দেখি!
একই স্বপ্ন দেখি, স্বপ্নে দেখা করতে বাধা কোথায়?

তুমি কি জানো, প্রতিদিন সময় কি করে??
আমাদের একটি করে দিন নিয়ে যায়!!
তুমি কি জানো, শব্দের ধ্বংস নেই!
শব্দ আর শব্দার্থ, ভাব আর ভাবার্থ,
আমাদের ধ্বংসের পরও রইবে শেষ পর্যন্ত!!

তুমি কি বিশ্বাস করো?
এই যাত্রা গন্তব্যের চেয়ে সুন্দর!!

প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ০২ জুন ২০২৩ /এমএম


Array