আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরোন্ট , কানাডা’র কার্যকরী কমিটির সভা এবং মৌলভীবাজার জেলা সমিতি , ঢাকা’র সন্মানীত সভাপতি ডা: সৈয়দ মোস্তাক আহমদ ( পি, এইচ, ডি ) এর সন্মানে এক সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জনাব লায়েকুল হক চৌধুরী সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তার সন্চালনায় উপস্হিত ছিলেন কমিটি শ্রদ্ধেয় উপদেষ্টাবৃন্দ , কার্যকরী কমিটি সদস্যগন এবং বিভিন্ন জেলা এসোসিয়েশন এর প্রতিনিধি ।
সভায় বকতব্য রাখেন যথাক্রমে : জনাব মোহাম্মদ মনসুর , জনাব মো: ওলিউর রহমান , শ্রী দুলাল ভৌমিক , শ্রী শংকর দে , শ্রী বিজয় রায় , জনাব সৈয়দ মাহবুব , শ্রী খোকা পাল , শ্রী রজত পাল , জনাব খন্দকার আজিজ, শ্রী শক্তি দেব, জনাব মেজর জেনারেল ( অব:) সৈয়দ ডা: ইফতেখার , ড: সুশীতল সিংহ চৌধুরী , জনাব বীর মুক্তিযোদ্বা জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী , জনাব সৈয়দ আব্দুল গাফফার , জনাব ইনি্জনিয়ার রেজাউর রহমান এবং সংবর্ধিত অথিতি জনাব ডা: সৈয়দ মোস্তাক আহমদ।
এছাড়া আরও বকতব্য রাখেন প্রোফেসর জনাব আতাউর রহমান , শ্রী তমাল দে , শ্রী সুকুমল রায় , জনাব মোস্তাক চৌধুরী , জনাব আখলাক হোসেন , এডভোকেট রাধিকা রনজন চৌধুরী , জনাব এবাদ চৌধুরী ।
উপস্হিত ছিলেন জনাব আব্দুল রহিম দাদুল , জনাব আব্দুল ওয়াহিদ , শ্রী আশীষ পাল , জনাব সৈয়দ আব্দুল হামিদ শিবলু , জনাব নজরুল আহমদ , জনাব রুহুল কুদ্দুস চৌধুরী , জনাব আব্দুল আলীম , জনাব মানিক আহমদ , জনাব কাওছার আহমদ , জনাব ময়নুল হোসেন , জনাব আমিনুল ইসলাম , জনাব ইকবাল হোসেন , জনাব রুবেল আহমদ , জনাব শেখ লিটন মিয়া , জনাব রাজু আহমদ , জনাব রেজওয়ান আবদুল্লাহ , শ্রী সনজয় বিশ্বাস , জনাব আলী কায়ছার খান , জনাব কামরুল হোসেন , জনাব জাহিদুল ইসলাম , জনাব রাসেল আহমদ , জনাব হাবিবুর রহমান চৌধুরী , জনাব মাহবুব চৌধুরী, জনাব সবুজ চৌধুরী টিটু , জনাব ছাদ চৌধুরী প্রমুখ সহ সহানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ঢাকা থেকে আগত জনাব ডা: সৈয়দ মোস্তাক আহমদ কে বিগত কভিড/১৯ কালীন সময়ে জেলাব্যাপী চিকিৎসা সেবা সহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরোন্ট’র পক্ষ থেকে সম্মাননা সরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ২১ জুন ২০২৩ /এমএম





