Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ প্রায় এক যুগের বিরতি ভেঙ্গে গত রোজার ঈদে নতুন গান প্রকাশ করেন নগরবাউল খ্যাত ব্যান্ডতারকা জেমস। ‘আই লাভ ইউ’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসতেই জেমস ভক্তদের মাঝে বাঁধভাঙ্গা উল্লাস লক্ষ্য করা যায়। আর মুহূর্তের মধ্যেই তাদের মন জয় করে নেয় ‘আই লাভ ইউ’।

এরপর থেকেই জেমস ভক্তরা অপেক্ষা করছিলেন আবার কবে আসবে প্রিয় শিল্পীর নতুন গান। অবশেষে তাদের অপেক্ষার পালা শেষ হলো। এই ঈদে প্রকাশ হবে জেমস এর নতুন গান। এবারও প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটালের ব্যানারে আসছে গানটি। গানের কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু। সুর-সংগীত জেমস।

নগর বাউল’খ্যাত এই ব্যান্ড তারকা বলেন, ‘ভক্তদের কথা দিয়েছিলাম এখন থেকে উৎসবে তাদের নতুন গান উপহার দেব। সে কথা রাখতে নতুন গান বাধলাম। আশা করি এই গানটি সবার ভালো লাগবে।’প্রযোজনা প্রতিষ্ঠানসূত্রে জানা যায়, আগামী ১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে গানের শিরোনাম ও সব বিষয় নিয়ে কথা বলবেন জেমস।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ এপ্রিল ২০২৩ /এমএম


Array