Menu

নিগার সুলতানা:

ভুলে গেছি কতকিছু! বড় বড় কিছু গল্প,
রুদ্ধ আবেগের কত কথা!
হতে পারে দুঃখ পেয়েছিলাম, রাগ লেগেছিলো অযথাই, কিংবা খুব সুখের কিছু!
তবুও হঠাৎ করে দুপুর রোদে,
কলাবাগানের লাল ইটের ওই বাড়িটার পাশ দিয়ে হেঁটে গেলেই মনে পড়ে ছাদের কোনের দেয়ালটায় লিখেছিলাম—
“যদি বেঁচে থাকি তোমায় আমায় দেখা হবে
তিনভূবনের পার!”

বিকেল বেলা একরাশ পড়ে থাকা ছায়ার মাঝে,
মিঠে রোদ্দুরে এক ভোকাট্টা ঘুড়ি যেদিন ভুল করে কেটে যায়,
তোমার বাম গালের তিলটা যেদিন তিরতির করে একটু কাঁপে, ঘড়ির কাঁটা যেদিন ছুটে ছুটে যায়,
সেদিন লাল দেয়ালে সাদা চকে লিখেছিলাম-
“যদি বেঁচে থাকি তোমায় আমায় দেখা হবে
তিনভূবনের পার!”

একা হয়ে গেছে আবাহনী মাঠ; ফাঁকা কুপার্সের ওই কফি টেবিল!
সংলাপগুলো এখানে সেখানে টুকরো হয়ে পড়ে আছে,
সময়টাও এগিয়ে গেছে বহুদূর!
হুডখোলা রিকশায়, তামাকের গায়েমাখা সন্ধ্যায় কোটি কোটি স্মৃতির মিছিল!
শহরময় উড়ে বেড়ায় গোলাপি পাখির ডানা!
নীলখাম আমায় কিছু বৃষ্টির ফোঁটা দিয়ে যায়!
কেবলি ভাবি ভুলে গেছি কতকিছু! বড় বড় কিছু গল্প!

কিংবা খুব সুখের কিছু
তবুও হঠাৎ করে পাকা চুলে যখন হাওয়া খেলা করে, মুখে মৃদু হাসি;
মনে পড়ে; তুমি বলতে
আমাকে দেখলেই তোমার বড় প্রেমে পড়তে ইচ্ছে হতো!
আমাকে দেখলেই তোমার আবেগগুলো হাতের মুঠোয় আদর দিতো!
আমাকে দেখলেই তোমার জাতিস্মর হতে ইচ্ছে হতো!

লেখক: ক্যালগারি, কানাডা প্রবাসী।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম


Array