Menu

হানিফ সংকেতের নাটক অজ্ঞ-বিজ্ঞ সমাচার

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। এবারের নাটকের নাম ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’।এ নির্মাতার নাটক মানেই ব্যতিক্রম গল্প। ইদানীংকালের অধিকাংশ নাটকে বাবা-মা’কে খুঁজে পাওয়া না গেলেও হানিফ সংকেতের প্রতিটি নাটকেই থাকে বাবা-মা’র চরিত্র।

ফুটে ওঠে পারিবারিক ও সামাজিক চিত্র। আজকাল সমাজে এবং অনেক পরিবারেই নিজের ভাষা বিকৃত করে বাংলিশ চর্চা করা হয়। তেমনই একটি পরিবারের মা এবং সন্তানের বাংলিশ প্রীতি, বাবার প্রতিবাদ এবং আদর্শ পুত্রবধূর আগমনে পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা।এসব ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’। নাটকটিতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, আর তা হল- ‘খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না’।

নাটকটি ধারণ করা হয় মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। এ নাটকের গল্প সম্পর্কে হানিফ সংকেত বলেন, ‘বলা যায় প্রতিবারের মতো এবারও আমার নাটক একটি পরিবারকে কেন্দ্র করে পারিবারিক গল্পের নাটক।’নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, জাকিয়া বারী মম, নিমা রহমান, সাবরিনা নিসা, ফাহিম, নজরুল ইসলামসহ আরও অনেকে। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

বাংলানিউজসিএ/ঢাকা / ০৭ আগস্ট ২০১৯/ এমএম


Array