Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: কোরবানির ঈদের নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন আবদুন নূর সজল। এরই মধ্যে একডজনের বেশি নাটকের শুটিং শেষ করেছেন তিনি।

নাটকগুলো হচ্ছে- সরদার রোকনের ‘অচেনা মনের গলিতে’, আফসানা মিমির ‘সমান্তরাল’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘পাপ ড্যাডি’, মজিবুল হক খোকনের ‘আমি না বলতে পারি না’, সকাল আহমেদের ‘ঘরকা মুরগি ডাল বরাবর’ ও ‘ব্রেকিং নিউজ’, ফরহাদ আলমের ‘কোথাও কোনো রোমান্স নেই’, এসএম রুবেল রানার ‘আকাশ ভাঙা বৃষ্টি’, শুদ্ধমান চৈতনের ‘সীমান্তহীন পাখি’, রাহাত মাহমুদের ‘নির্জন বিকেলে’, নান্টু মুহাম্মদুল্লাহর ‘খোলস ভাঙা গল্প’ ও ‘ডিলেট ডে’, সহিদ উন নবীর ‘যা বলিব সত্য বলিব’ ও ‘আই প্রমিজ ইউ’। নাটকগুলো ঈদে কয়েকটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতারা জানিয়েছেন।

বাংলানিউজসিএ/ঢাকা / ০৬ আগস্ট ২০১৯/ এমএম


Array