Menu

আবারও ঈদ অনুষ্ঠান উপস্থাপনায় মিমি

বাংলানিউজসিএ ডেস্ক :: গত বছর রোজার ঈদে বাংলাদেশ টেলিভিশনের একটি সঙ্গীতানুষ্ঠান এবং চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন আফসানা মিমি। এক বছর পর আবারও ঈদ অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

চ্যানেল আইতে সৈয়দ আবদুল হাদীর একক সঙ্গীতানুষ্ঠান এবং এসএ টিভির একটি ঈদ আড্ডানুষ্ঠান উপস্থাপনা করেছেন এ অভিনেত্রী। এছাড়া আরও দুটি ঈদকেন্দ্রিক অনুষ্ঠান উপস্থাপনা করবেন মিমি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশেষ দিবসের অনুষ্ঠান আগেও উপস্থাপনা করেছি। আগামী ঈদে কয়েকটি চ্যানেলে আমার উপস্থাপনায় একাধিক অনুষ্ঠান প্রচার হবে। উপস্থাপনার কাজটি আমি উপভোগ করি। ভালো পরিকল্পনা নিয়ে উপস্থাপনার প্রস্তাব পেলে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’

এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী বর্তমানে অভিনয়ে অনিয়মিত। নিজের প্রতিষ্ঠিত একটি স্কুল পরিচালনা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। পাশাপাশি মাঝে মধ্যে নাটক পরিচালনা করতেও দেখা যায় তাকে। সম্প্রতি চারটি খণ্ড নাটক নির্মাণ করেছেন। এগুলো হল- ‘সমান্তরাল’, বিপ্রতীপ’, ‘বহ্নি’ ও ‘নৈরিত’। নাটকগুলো ঈদের পর টেলিভিশন ও একটি অনলাইন প্লাটফর্মে প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মিমি বলেন, ‘একটি এনজিওর প্রযোজনায় নাটকগুলো নির্মাণ করেছি। সামাজিক কিছু বক্তব্য নিয়ে এসব নাটকের গল্প তৈরি করা হয়েছে।’

টিভি নাটকে অনিয়মিত হলেও বাংলাদেশ বেতারের দুটি ঈদের নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এগুলো হল- ‘ঈদ শপিং’ ও ‘সিনেমাটা কোরবানির’। নাটক দুটি ঈদের দিন বাংলাদেশ বেতারে প্রচার হবে।

বাংলানিউজসিএ/ঢাকা / ০৪ আগস্ট ২০১৯/ এমএম


Array