Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বলিউড সুপারস্টার শাহরুখ খানের আগামী ছবি ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানটি নিয়ে গোটা ভারতে বিতর্ক তুঙ্গে। সেই বিতর্কে এবার নয়া মোড়। ‘বেশরম রং’-এর জেরে এবার সরাসরি শাহরুখ খানকে খুনের হুমকি! তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হলো!কিং খানকে এমন হুমকি দিয়েছেন অযোধ্যার এক সাধু। তপস্বী চাভনির মহন্ত পরমহংস আচার্য নামে ওই সাধুর বক্তব্য, ‘বেশরম রং’ গানটিতে নির্মাতারা গেরুয়া রঙের অবমাননা করেছেন।তার পরই সাধুর হুমকি, ‘শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারব!

যে যে হলে এই সিনেমা দেখানো হবে, সেই সব হলেও আগুন লাগিয়ে দেব।’একইসঙ্গে ‘পাঠান’ ছবিটি বয়কটেরও ডাক দিয়েছেন ওই সাধু। তিনি জানিয়েছেন, সনাতন ধর্মের মানুষরা এক নাগাড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। বলেন, ‘আমরা আজ শাহরুখ খানের পোস্টার পুড়িয়েছি। যদি তার সঙ্গে দেখা করার সুযোগ পাই, তবে আমি তাকে জ্যান্ত পুড়িয়ে মারব।’এদিকে, ‘বেশরম রং’ বিতর্কে ভারতজুড়ে ‘পাঠান’ ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ চলছে। এমনকি মুম্বাইতে ছবির কলাকুশলীদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এখন এই জল কতদূর গড়ায় এবং ছবির ভাগ্যে কী জোটে সেটাই দেখার।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ ডিসেম্বর ২০২২ /এমএম


Array