Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  আগামী ৯-১০ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্স। এতে বাংলাদেশ থেকে অংশ নেবেন সার্ক জার্নালিস্ট ফোরাম সাংবাদিকদের একটি প্রতিনিধি দল।জাতি গঠনে মিডিয়ার ভূমিকা শীর্ষক আন্তর্জাতিক এ কনফারেন্সে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তানের সাংবাদিকরা অংশগ্রহণ করবেন।দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজনকারী হিসেবে সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের সঙ্গে আছেন ডিপার্টমেন্ট অব হিন্দি খালসা কলেজ ইউনিভার্সিটি অব দিল্লি।

সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট রাজু লামা এবং সেক্রেটারি জেনারেল মো. আব্দুর রহমান যৌথ বিবৃতিতে বলেছেন, আমরা দক্ষিণ এশিয়ার সার্ক জার্নালিস্ট ফোরাম সংগঠনের সাংবাদিকরা সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে এবং এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের আদান-প্রদান নিয়ে কাজ করছি।সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট ড. অনিরুদ্ধ সুধাংশু জানিয়েছেন, আগামী জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সের সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । আমরা আশা করছি ইন্ডিয়ার সাংবাদিকদের পাশাপাশি সার্কভুক্ত আটটি দেশের সাংবাদিকরা অংশগ্রহণ করে একটা প্রাণবন্ত কনফারেন্সের উপহার দেব।

এজেএফ ইন্ডিয়া চ্যাপ্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এমএইচ জাকারিয়া বলেছেন, আগামী কনফারেন্সের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি, এটা সফল করার জন্য আমার পক্ষ থেকে সব সহযোগিতা প্রদান করা হবে।সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি মো. আব্দুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে সাংবাদিকরা দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ডিসেম্বর ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ