প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রেম করছেন বলিউডের ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা। প্রেমিকের নাম জাহির ইকবাল। এমন গুঞ্জন বহু আগে থেকেই চলছে। কিন্তু সোনাক্ষী কিংবা জাহির এ নিয়ে কখনো মুখ খোলেননি। যদিও মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে।
গত মে মাসে বাম হাতের অনামিকায় হিরার আংটি পরে ছবি পোস্ট করেন সোনাক্ষী। লেখেন, ‘আমার বিশেষ দিন’। কোনো এক পুরুষের কাঁধে মাথা রাখতেও দেখা যায় শত্রুঘ্ন সিনহার মেয়েকে। তবে সেই পুরুষের মুখ দেখা যায়নি। তখন গুঞ্জন ছড়়িয়ে পড়ে, জাহির ইকবালের সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন অভিনেত্রী।
সেই গুঞ্জন নিয়েও চুপ থেকেছেন সোনাক্ষী এবং জাহির। তবে কিছুই আর রইল না গোপন। সোনাক্ষী-জাহিরের সম্পর্কে সিলমোহর অবশেষে দিয়ে দিলেন তাদের বন্ধু বরুণ শর্মা। রেস্তোরাঁয় একসঙ্গে ধরা পড়ে গেলেন সোনাক্ষী এবং জাহির। দুজনকে মুখোমুখি দেখে সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে বরুণ লিখলেন, ‘এটাকেই বলে ব্লকবাস্টার জোড়ি।’
বরুণের এই সংক্ষিপ্ত কমেন্টে দেখেই যা বোঝার বুঝে নিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। সোনাক্ষী ও জাহিরকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকে। অনেকে আবার মানতে পারেননি সনাতন ধর্মের সোনাক্ষীর সঙ্গে মুসলিম ধর্মের জাহির ইকবালের প্রেম। অনেকের আবার মন্তব্য, সম্পর্ক করছে তা এত লুকানোর কী আছে।
এর আগে সোনাক্ষীর জন্মদিনে একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করে জাহির ইকবাল লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সোনাজ, আমাকে না মেরে ফেলার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। এখানে তোমার জন্য রইল আরও অনেক খাবার, উড়ান, হাসি এবং ভালোবাসা।’
কাজের ক্ষেত্রে খুব শিগগির ‘ডাবল এক্সএল’ ছবিতে দেখা যাবে সোনাক্ষীকে। ওই ছবিতে হুমা কুরেশিও রয়েছেন। অন্যদিকে ২০১৯ সালে ‘নোটবুক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন জাহির ইকবাল। আগামীতে সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে তাকে দেখা যেতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ সেপ্টেম্বর ২০২২ /এমএম





