প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তবে করোনার কোনো উপসর্গ দেখা গেছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি বলিউডের শাহেনশাহ।
মঙ্গলবার রাত ১১ টা ২৫ মিনিটে একটি টুইটবার্তায় অমিতাভ জানান, দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার ধারেকাছে এসেছিলেন এবং সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’২০২০ সালের প্রথম ঢেউয়ের সময়ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। প্রাথমিকভাবে অভিনেতার ছেলে অভিষেক বচ্চনেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল।
তারপর অমিতাভের স্ত্রী জয়া বচ্চন এবং ছেলে অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাইও করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে বিগ-বি’কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় প্রায় দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আগস্টে বাড়ি ফিরেছিলেন তিনি।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ আগস্ট ২০২২ /এমএম





