Menu

চারটি মিঠে ছড়া

বাংলানিউজসিএ ডেস্ক ::

ইচ্ছেগুলো
জোবায়ের মিলন

বলতে পারো ইচ্ছেগুলো
এমন কেন রে
এই যে এখন আবোল তাবোল
এই যে শান্ত সে?

এই যে এখন নদীর মতো
কলকল বায়
এই যে এখন মেঘ মুখো সে
মেঘের গীতি গায়,
এই যে এখন দুরন্ত পা
ছুটতে থাকে বেশ
এই যে এখন কাটে সাঁতার
লেগে থাকে রেশ?

বলোনা কেউ ইচ্ছেটাকে
কে শিখিয়ে দেয়
কার কাছে সে হাজার মতি
মতটা শিখে নেয়?

রাখী
মুহাম্মাদ আলী মজুমদার

রাখী,
খাঁচায় পোষে পাখি
সেই পাখিটা সারাটা দিন
করে ডাকাডাকি ।

রাখী,
ভালোবাসে পাখী
পাখীর সাথে তাই তো রাখীর
দারুণ মাখামাখি ।

রাখী আঁকে পাখির ছবি
পাখি পাড়ে ডিম
রাখীর মুখে সারাটা দিন
হাট্টিমাটিম টিম।

মেঘের সাথে আড়ি
এস আই সানী

ও কালোমেঘ, যাচ্ছো কোথায়?
কোথায় তোমার বাড়ি?
সকাল-দুপুর দিচ্ছো কেবল
আকাশটাকে পাড়ি।

উড়তে কোথায় পেলে ডানা?
কেমনে তুমি ওড়ো?
তুমি কি গো ওই আকাশে
হাওয়ার গাড়ি চড়ো?

আমায় তুমি ডানা দেবে?
হাওয়ার গাড়ি, তাও?
কিন্তু তুমি যাচ্ছো কোথায়
একটু বলে যাও!

ও কালোমেঘ, দাঁড়াওনা ভাই!
যাবো তোমার বাড়ি,
দূর, পাজি মেঘ! কয় না কথা
মেঘের সাথে আড়ি!

পুতুল বিয়ে
আবির মাহবুব

বৃষ্টি নামে ঘরের চালে
শব্দে টুপুরটুপুর
ছোট্ট খুকু নাচ্ছে যেনো
বাজছে পায়ে নূপুর ।

শীতল হাওয়া বইছে গাঁয়ে
যাচ্ছে ভেসে পুকুর
এমন দিনে জমছে দেখো
পুতুল বিয়ে খুকুর।

পুতুলের মা ব্যস্ত কাজে
ফিরনি সেমাই রাঁধে
বর আসবে শুনে পুতুল
ঘোমটা দিয়ে কাঁদে ।

বাংলানিউজসিএ/ঢাকা / ২৪ জুলাই ২০১৯/ এমএম


Array