প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শুক্রবার (২৯ জুলাই) সারাদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। এরমধ্যে অত্যধুনিক প্রযুক্তি ও সুবিধা সম্বলিত ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাবে সিনেমাটির ১৩টি শো। গণমাধ্যমে ‘হাওয়া’র পোস্টারসহ একটি শিডিউল টাইম প্রকাশ করে এই তথ্য জানিয়েছে ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ।
ওই শিডিউলে জানানো হয়েছে, শুক্রবার থেকে বেলা ১১টা ২০ মিনিট, ১১টা ৩০ মিনিট, দুপুর ১২টা, ১টা ২৫ মিনিট, ২টা ০৫ মিনিট, ২টা ১০ মিনিট, ২টা ৫৫ মিনিট, বিকাল ৪টা ৫০ মিনিট, ৪টা ৫৫ মিনিট, ৫টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট এবং ৭টা ৪০ মিনিট- এই ১৩টি শো’তে ব্লকবাস্টার সিনেমাসে চলবে ‘হাওয়া’।
মেজবাউর রহমানের এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল ইসলাম রাজ, নাফিজা তুশি, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, রিজভী রিজু, বাবলু বোস ও মাহমুদ আলম। ‘হাওয়া’র ‘কালা ‘কালা সাদা সাদা’ শিরোনামের একটি গান সম্প্রতি ইউটিউব ও ফেসবুকে ঝড় তুলেছে। এছাড়া সাড়া ফেলেছেন এর ট্রেলারও।
‘হাওয়া’র সেই ঝড়ো হাওয়া বইছে সিনেমা হলেও। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে বিভিন্ন হলে টিকিট কেনাবেচার ধুম পড়েছে। একই অবস্থা ব্লকবাস্টার সিনেমাসেও। দর্শকদের বিপুল আগ্রহের দিকটা বিবেচনা করেই এই প্রেক্ষাগৃহটি ১৩টি শো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যোর মধ্যে আছে তিনটি ভিআইপি গ্যালারিও।
ব্লকবাস্টার সিনেমাসের ইভেন্ট ও মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান ঢাকা টাইমসকে জানান, ‘টিকিট বিক্রি খুব ভালো হচ্ছে। সে কারণেই একসঙ্গে ১৩টি শো রেখেছি। এর মধ্যে আমাদের তিনটি ভিআইপি শোও আছে, যার টিকিটের মূল্য ২০০০-২৪০০ টাকা। এই শোগুলো আমরা সাধারণত কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে চালু করি না।’
এদিকে, সিনেমার মুক্তিকে সামনে রেখে গত কয়েকদিন জোর প্রচারণায় ব্যস্ত ‘হাওয়া’ টিম। সেই প্রচারণা এখনো অব্যাহত। সুস্থধারার বাংলা চলচ্চিত্রের দর্শকদের মাঝে সিনেমা হলে যাওয়ার যে আগ্রহ সম্প্রতি তৈরি হয়েছে, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, সেই আগ্রহ আরও একধাপ বাড়িয়ে দেবে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ জুলাই ২০২২ /এমএম





