Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট মা হতে চলেছেন। এই খবর একেবারেই সত্যি। কারণ, নায়িকার স্বামী রণবীর কাপুর, শাশুড়ি নীতু কাপুর এবং মা সোনি রাজদান এরইমধ্যে এই খবরে সিলমোহর দিয়েছেন। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, আলিয়া নাকি যমজ সন্তানের মা হতে চলেছেন।হঠাৎ কেন এমন জল্পনা? এই মুহূর্তে নিজের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘সমশেরা’র প্রচারে ব্যস্ত আলিয়ার স্বামী অভিনেতা রণভীর কাপুর। এ উপলক্ষে চলছে একের পর এক সাক্ষাৎকার। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া তেমনই এক সাক্ষাৎকারে মজার ছলে উত্তর দিয়ে বসেন রণবীর।

অভিনেতাকে নিজের সম্পর্কে এমন কিছু বলতে বলা হয়, যার মধ্যে দুটি সত্য এবং একটি অসত্য। সেই উত্তরেই রণবীর কাপুর বলেন, ‘আমি যমজ সন্তানের বাবা হতে চলেছি। খুব তাড়াতাড়ি জীবনের সব থেকে বড় সিনেমা মুক্তি পাবে এবং কাজের থেকে লম্বা বিরতি নিতে চলেছি।’রণবীরের ওই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পরই শুরু জল্পনা। তবে কি সত্যিই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া? যদিও এই জল্পনা নিয়ে এখনো পর্যন্ত চুপ অভিনেত্রী। তিনি কোনো মন্তব্য করেননি।তবে মুখ খুলেছেন হবু বাবা। রণবীর সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিনা কারণে বিতর্ক তৈরি না করাই ভালো। ওরা আমাকে নিজের সম্পর্কে দুটি সত্য এবং একটি অসত্য কথা বলতে বলেছিল। আমি তা বলেছি। এবার কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, তা আমি সত্যিই ফাঁস করতে রাজি নই।’

চলতি বছরের এপ্রিলে সাত পাকে বাধা পড়েন আলিয়া-রণবীর। তার আগে পাঁচ বছর চুটিয়ে প্রেম। এই কয়েক বছরে তাদের অফস্ক্রিন রসায়ন মন কেড়েছে সবার। খুব শিগগির অনস্ক্রিনেও আসছে আলিয়া-রণবীরের রসায়ন। এ বছর ‍মুক্তি পাবে তাদের জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’।অয়ন মুখার্জী পরিচালিত এই সিনেমার শুটিং সেট থেকেই ২০১৮ সালে মন দেওয়া-নেওয়া সেরেছিলেন আলিয়া-রণবীর। বিগ বাজেটের ‘ব্রহ্মাস্ত্র’তে আরও আছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ জুলাই ২০২২ /এমএম


Array