প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মা হলেন একসময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও সঞ্চালিকা নওশীন নাহরীন মৌ। বাবা হয়েছেন তার স্বামী আদনান ফারুক হিল্লোল। তারকা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। বুধবার (১৩ জুলাই) নিউইয়র্কের উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন নওশীন।বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন নওশীন নিজেই। এই অভিনেত্রী-উপস্থাপক তার কন্যার নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা।
নতুন অতিথি ও হিল্লোলের সঙ্গে হাস্যোজ্জ্বল দুটি ছবি পোস্ট করে নওশীন লিখেছেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় আমি এবং আদনান ফারুক আমাদের কনিষ্ঠ সন্তান মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আমাদের শিশুকন্যার জন্ম ১৩ জুলাই নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে।’বর্তমানে মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে পোস্টে উল্লেখ করেছেন নওশীন। চেয়েছেন সকলের দোয়া।
এর আগে গত ২৫ জুন যুক্তরাষ্ট্রে নিজেদের বাসায় বেবি শাওয়ারের অনুষ্ঠান করেন নওশীন-হিল্লোল। ওই অনুষ্ঠানে তাদের নিউইয়র্কের বাসায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি তারকা কাজী মারুফ, রিচি সোলায়মান, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানা ইসলামরা উপস্থিত ছিলেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ জুলাই ২০২২ /এমএম





