Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  গুনী অভিনেতা আজিজুল হাকিম। ছোট ও বড় পর্দা- দুই অঙ্গনেই কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছিলেন নির্মাতা হিসাবেও। তবে নির্মাণে নিয়মিত নন। সবশেষ ২০১৯ সালে ‘নীল কিনন’ নামে একটি নাটক নির্মাণ করেছিলেন এই অভিনেতা।তিন বছর বিরতির পর ফের নাটক নির্মাণ করলেন আজিজুল হাকিম। নাম ‘বাক্স’। বরাবরের মতো এ নাটকেও সমাজের অসামঞ্জস্য বিষয়গুলো পটভূমি হিসেবে বেছে নিয়েছেন তিনি। নাটকটির গল্পে তুলে ধরেছেন সমাজের উচ্চবিত্ত মানুষের নানা সংকট।

আজিজুল হাকিম বলেন, ‘সামাজিক বার্তা থাকে এমন গল্প নিয়ে সবসময় কাজ করি। এবারও আমাদের চারপাশে অভিজাত পরিবারগুলোর মধ্য থেকেই গল্পটি লেখা হয়েছে। টাকা, ডলার ও গহনার বাক্স নিয়ে নাটকের গল্প। বাক্সকে ঘিরেই উচ্চবিত্ত পরিবারের জীবনবোধে পরিবর্তন আসে।’নাটকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, আল মামুন, শহীদুজ্জামান সেলিম, অহনা রহমান, রাশেদ সীমান্ত প্রমুখ। মইনুল খানের লেখা নাটকটি ঈদের আগের দিন বেলা ৩টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে। নাটকটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন জিনাত হাকিম।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জুলাই ২০২২ /এমএম

 


Array