Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: অভিনয় দিয়েই জনপ্রিয়তা পান মাহফুজ আহমেদ। নাটকে অভিনয়ের জনপ্রিয়তার সূত্র ধরে একসময় চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন এবং এ মাধ্যমেও জনপ্রিয়তা পেয়েছেন।

অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ নামের ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি। অভিনয় ছাড়া একজন নাট্য নির্মাতা হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন। তবে আপাতত মিডিয়ার কোনো মাধ্যমেই আর কাজ করছেন না, গতকাল যুগান্তরকে এমন তথ্য জানিয়েছেন মাহফুজ আহমেদ।তিনি বলেন, ‘বর্তমানে মিডিয়ায় কাজ করছি না। এখন যে কাজগুলো হচ্ছে আমার পছন্দ নয়।

ভালো কাজের জন্য কোনো উৎসাহও নেই। তাই আপাতত মিডিয়ায় কোনো কাজ করার ইচ্ছে নেই। আমার প্রযোজনা সংস্থা থেকেও কোনো কিছু তৈরি করব না। চলতি বছর কাজ করার আর কোনো পরিকল্পনা নেই। ইচ্ছে আছে নতুন কিছু কাজ নিয়ে আগামী বছরের শুরুর দিকে কাজে ফেরার।তবে বিরতি নিলেও মিডিয়া ছাড়ছি না।

কারণ, মিডিয়ার কাজের জন্যই সবাই আমাকে পছন্দ করেন, ভালোবাসেন। তাদের ভালোবাসার টানেই আবার ফিরে আসব।’ প্রসঙ্গত, গত রোজার ঈদে চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত একটি নাটকে মাহফুজ আহমেদকে অভিনয়ে দেখা গিয়েছিল।

বাংলানিউজসিএ/ঢাকা / ২৩ জুলাই ২০১৯/ এমএম


Array