Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  দেশে করোনা মহামারি হানা দেওয়ার পর থেকে সাধারণ মানুষের মতো শোবিজের তারকারাও ছিলেন ঘরবন্দি। হাতে ছিল না কাজ। ছিল না লাইট-ক্যামেরার ঝলকানি। এই অলস সময়ে ঘরে বসেই অনেকে অনেক কিছু করে সময় কাটিয়েছেন। সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন।

তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। করোনার অতি সংক্রমণের জেরে ঘোষিত লকডাউনে ঘরবন্দি থাকার সময় কৌতূহলবশত নিজের নামে একটি ইউটিউব চ্যানেল ভুলেছিলেন তিনি। সেখানে লকডাউনের সময়ে নিজের জন্মদিন পালন, মেকাপ, রান্না কীভাবে করেন ইত্যাদি নানা বিষয়ে ভিডিও বানিয়ে প্রকাশ করেছেন অভিনেত্রী।

সেই ইউটিউব চ্যানেলটিই এখন হয়ে উঠেছে তানজিন তিশার ক্যারিয়ারের সাফল্যের অন্যতম একটি মাধ্যম। চ্যানেলটিতে এক লাখ সদস্য সংখ্যা অতিক্রম করায় সম্প্রতি সিলভার প্লে বাটন পেয়েছেন তিনি।ইউটিউব স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসিত তানজিন তিশা বলেন, ‘লকডাউনের সময় আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম। এলোমেলো ভাবে এটি খুললাম এবং খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের কারণে আমি ইউটিউব থেকে এই সিলভার প্লে বাটনটি পেয়েছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘আপনারা আমাকে যে সমস্ত সমর্থন এবং ভালোবাসা দিয়েছেন, তাতে আমি সত্যিই অভিভূত। ভালোবাসা সকলকে। যদিও আমি সিলভার বাটন পাওয়ার কয়েক মাস পরে এটা জানালাম।’কাজের দিক থেকে বর্তমানে নাটকের শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। প্রথমবারের মত জমজ চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘চিংকি পিংকি’। এছাড়া আসন্ন কোরবানির ঈদের বেশ কিছু নাটকের কাজ রয়েছে তার হাতে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ জুন  ২০২২ /এমএম

 


Array