Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হাসি ফুটেছে হলমালিকদের মুখে।মুক্তির ৫ম সপ্তাহে দুটি নতুন চলচ্চিত্র মুক্তি পেলেও যশোর মনিহারসহ চার হলে চলবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।

প্রেক্ষাগৃহগুলো হলো— মনিহার (যশোর), চাঁদমহল (কাঁচপুর), তাজ (গাইবান্ধা) এবং অবকাশ (ফুলবাড়ি)। তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ মার্চ ২০২২ /এমএম

 


Array