Menu

অমিত কুমার উকিল, সাস্কাচুয়ান থেকে  ::‌ অমর একুশে বইমেলায় এসেছে প্রবাসী লেখক এবং গবেষক নুরুল হুদা পলাশের ছোটগল্পের বই ‘ জল জোছনায় ভালোবাসা ‘ । সাহিত্য কথা প্রকাশনী প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৫৮৪, ৫৮৫ এবং ৫৮৬ নম্বর স্টলে।

নুরুল হুদা পলাশের এটি প্রথম গল্পগ্রন্থ। সুদূর প্রবাসে থেকে মলিকুলার বায়োলজির মতো একটি বিষয়ে গবেষণা করে লেখালেখির সাথে জড়িত থাকা সহজ কথা নয়। নুরুল হুদা পলাশ সেই কঠিন কাজটিই করে যাচ্ছেন প্রতিনিয়ত। লেখালেখির অভ্যাস উনার দীর্ঘদিনের। নুরুল হুদা পলাশের লেখার অনুপ্রেরণা উনার বাবার লেখা। জল জোছনায় ভালোবাসা বইটিতে মোট চৌদ্দটি গল্প স্থান পেয়েছে। কিছু গল্প তার আশেপাশের নিত্যদিনের ঘটে যাওয়া ঘটনারই প্রতিফলন। বিজ্ঞানের গবেষক হিসেবে কয়েকটি কল্পবিজ্ঞান গল্প লিখেছেন পলাশ এই বইটিতে। কয়েকটি গল্প নিছক কল্পনাপ্রসূত, কয়েকটি জীবন থেকে নেয়া।

জল জোছনায় ভালোবাসা বই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বরেণ্য একুশে পদক প্রাপ্ত কবি আল মুজাহিদী বলেন, “প্রায় সবগুলো গল্পের প্রেক্ষাপট, কাহিনী বিন্যাস এবং ঘটনা প্রবাহ পাঠককে খুব সহজেই অন্য এক জগতে নিয়ে যেতে সক্ষম হবে। আমার বিশ্বাস, পাঠক মহলে ‘;জল জোছনায় ভালোবাসা’ বইটি পাঠকনন্দিত হবে নিঃসন্দেহে। নুরুল হুদা পলাশকে আমি কথাশিল্পী ও কথাকোবিদ হিসেবেই গণ্য করি”;।

লেখক নিজেও মনে করেন, প্রায় প্রতিটা গল্পই কোনোনা কোনোভাবে পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। তিনি পাঠকদের অনুরোধ করেছেন, নতুন লেখক হিসেবে তার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে। পলাশ মনে করেন, তার এই গল্পগুলোর মধ্যে যদি একটি গল্পও পাঠকের হৃদয়ে ঠাঁই করে নিতে পারে তাহলে তিনি লেখক হিসেবে আনন্দে উদ্ভাসিত হবেন। তিনি মনে করেন, পাঠকের অনুপ্রেরণাই লেখকের হাতিয়ার, তেমন কিছু অনুপ্রেরণার জন্যে তিনি অপেক্ষা করবেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ মার্চ ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ