Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পদোন্নতি পেয়েছেন ফাহিম আহমেদ। শনিবার এক অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক (সিএনই) ফাহিম আহমেদকে সিইও পদে পদোন্নতির ঘোষণা দেন। যমুনা টিভির ইউটিউব চ্যানেলের ১ কোটি সাবস্ক্রাইবার উপলক্ষ্যে যমুনা টিভির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাহিম আহমেদ ১৯৯৬ সালে যায়যায়দিন পত্রিকায় কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি যুগান্তরে যোগ দেন। ২০০৩ সালে সেখান থেকে এনটিভিতে যোগ দিয়ে টেলিভিশন সাংবাদিকতা শুরু করেন। দেশ টিভি, চ্যানেল আই ও চ্যানেল টোয়েন্টিফোরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ২০১৩ সালে তিনি প্রধান বার্তা সম্পাদক হিসাবে যমুনা টেলিভিশনে যোগ দেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ মার্চ ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ