Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ মেঘলা আকাশের প্রবণতা কেটে গেছে। তবে দেশের দুই জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ফলে কিছুদিনের জন্য শীত আবারও জেঁকে বসার আভাস দিয়েছে সংস্থাটি।শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে শৈত্যপ্রবাহের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, পঞ্চগড়, কুড়িগ্রাম ও পার্শ্ববর্তী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ