Menu

ছয়দিন বিরতির পর আজ আবার সংসদ বসছে

বাংলানিউজসিএ ডেস্ক :: ছয়দিন বিরতি শেষে আজ রবিবার বিকাল ৫ টায় আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন। গত ৩০ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাশের পর আজ বিকাল ৫ টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন গত ১১ জুন শুরু হয়। অধিবেশনের তৃতীয় কার্যদিবসে ১৩ জুন প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়। এরপর সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ ৫৩ ঘণ্টা আলোচনা হয়। সর্বশেষ গত ৩০ জুন দেশের ইতিহাসে সবচেয়ে বড় সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেট পাস হয়।

কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১১ জুলাই এই অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।

বাংলানিউজসিএ/ঢাকা / ০৭ জুলাই ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ