প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটনের সংবাদের একক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বুধবার সকাল দশটায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে এই প্রদর্শনী (ভিডিও) ও তার লেখা বই ‘ফিরে দেখার জগাখিঁচুরী’র মোড়ক উন্মোচন ও গুণীজন সন্মাননা প্রদান করা হবে।
অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাবির ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক শফি আহমেদ তালুকদারসহ আরো অনেকে।জার্মান বাংলা প্রেস ক্লাব ও অস্ট্রেলিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করছে এনএনসি। উপস্থাপনায় থাকবেন নিউজ ২৪ এর নিউজ এডিটর চন্দ্রানী চন্দ্রা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ জানুয়ারি ২০২২ /এমএম