বাংলানিউজসিএ ডেস্ক :: হজ্জ যাত্রার দ্বিতীয় দিনে পাঁচটি ফ্লাইটে এখন পর্যন্ত নির্বিঘ্নে দুই হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ছয়টায় দিনের প্রথম ফ্লাইট ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করে।
শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৭টি করে মোট ১৪টি ফ্লাইট রয়েছে। এতে পাঁচ হাজারের বেশি হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।
এবার প্রথম দিন থেকে প্রি-এরাইভাল ভিসা দেয়ার কথা থাকলেও বৃহস্পতিবার একটার পর থেকে এই সুবিধা পাচ্ছেন যাত্রীরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।
বাংলানিউজসিএ/ঢাকা / ০৫ জুলাই ২০১৯/ এমএম
Array