Menu

লিলি নিকলস

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন লিলি নিকলস।গত সপ্তাহে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জলি মোট ১৭ জন কূটনীতিকের নতুন দায়িত্ব ঘোষণা করেন। এরমধ্যে বাংলাদেশের জন্য নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন লিলি নিকলস।

লিলি নিকলস বর্তমানে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উন্নয়ন গবেষণা ও শিক্ষা) হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দীর্ঘদিন জাতিসংঘের অর্থনীতিবিদ হিসেবে সেন্ট্রাল আমেরিকা এবং নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন।উল্লেখ্য, বর্তমান হাইকমিশনার বেনোই প্রেফনটেইনের ভারতের বেঙ্গালুরে কানাডা মিশনের কনস্যাল জেনারেল হিসেবে যোগ দেবেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ জানুয়ারি  ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ