Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে এবার অন্য সময়ের চেয়ে ব্যতিক্রমী ও বর্ণিল আয়োজনে পালন হতে যাচ্ছে মহান বিজয় দিবস। ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কবিতার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন।

‘পঞ্চাশ বছর’ নামের কবিতার অ্যালবামটিতে সংগঠনটির সদস্যরা আবৃত্তি করেছেন কবি শামসুর রহমান, নির্মলেন্দু গুণসহ খ্যাতিমান কবিদের জনপ্রিয় সব কবিতা।আনুষ্ঠানিকভাবে অ্যালবামটি ভার্চুয়ালি প্রকাশ হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যায়।এতে আবৃত্তি করেছেন আব্দুল্লাহ আল হাদী, শাকিল আহমেদ, প্রিয়াংকা দাস, হাসান আব্দুল্লাহ তৌহিদ ও তরিকুল ইসলাম।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ ডিসেম্বর  ২০২১ /এমএম


Array