বেলাল খান
অশীতিপর হয়েও মানুষ
আশায় বাধে বুক,
বংশ পরম্পরায় নিজেকে জিইয়ে রাখার বাসনায় পায় মিছে সুখ।।
বিধবা সুন্দরী- রুপ লাবন্যে
মেঘে লুকায় চাঁদ,
শ্রীহীন বধু দর্শনে অশ্রুস্নাতে
বরের কাটে রাত।।
পুস্পে পুস্পে সজ্জিত অট্রালিকা
কাটে রাত নির্ঘুম,
শীতের তীব্রতায় আদমের
নিথর শরীর- উবে গেছে ওম।।
ঐশ্বর্য ; ধন দৌলত, টাকা কড়ি-
কারি কারি, তবু
উওরসূরী বিহীন মন থাকে ভারী,
অথচ,সন্তানের জননীর
ভেন্না পাতার বাড়ি।।
জগতের সব কিছুতে
বিধাতার হাত,
যিনি আলোকিত দিনের গর্ভে
জন্ম দেন নিকোশ কালো রাত।।
লেখক: কবি ও সাংবাদিক
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ডিসেম্বর ২০২১ /এমএম
Array




