Menu

সাময়িক বিরতিতে জাহিদ হাসান

বাংলানিউজসিএ ডেস্ক :: জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান সাময়িক বিরতিতে আছেন। তবে সেটি কত দিনের জন্য তা বলেননি তিনি।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে একাধিক সাত পর্বের ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। দু’টি ধারাবাহিক নাটক নির্মাণও করেছেন। ঈদের ছুটির পর এখনও কোনো শুটিং শুরু করেননি। আরও কিছুদিন বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘বিরতির কোনো কারণ নেই। আপতত হাতে কোনো শুটিং রাখিনি। পরিবারকে সময় দিচ্ছি।

কিছুদিন বিরতির পর ঈদুল আজহার জন্য নাটকে অভিনয় করব। নির্মাণও করব। তবে নির্দিষ্ট দিন তারিখ বলতে পারব না।’

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ জুন ২০১৯/ এমএম


Array