Menu

ঐ যে, যেদিন বৃষ্টি শেষে
প্রথম তুমি কাছে এলে,
বন্ধ চোখে ভালোবাসি
বলেই তুমি পালিয়ে গেলে।

সেই যে সেদিন রেখে গেলে
অভিমানের আধেক হাসি,
ঠোঁট রাঙানো ক্যানভাসে আজ
বাজায় সে এক মধুর বাঁশি।

উচ্ছ্বাসের ঐ হাসির ধারা
ছিলো নাকো সব মাপা,
কান্নাগুলো এমন কেন
এলোমেলো বড়ই চাপা।

পাহাড় যদি ঝর্ণা ঝড়ায়
তোমার চোখের একটু ডাকে
থমকে দাঁড়ায় ভালোবাসা
স্রোতস্বিণী জীবন বাঁকে।

ভাবছি বসে প্রিয়তমা
সত্যি কি, সেই কথাই!
ভালো যারা বাসে তাদের
ভালো তবে থাকতে নেই।

জোনাক জ্বলা দূর পাহাড়ে
নিভৃত এক সুখের গ্রাম,
কেমন করে পৌঁছে দিলে
দুষ্টু প্রেমের মিষ্টি খাম।

তুমি নামের গল্প লেখা
সেদিন থেকেই শুরু,
প্রথম পাতায় আছি পড়ে
হয়নি লেখা পুরো।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ সেপ্টেম্বর  ২০২১ /এমএম


Array