Menu

কন্যার মা হলেন এষা

বাংলানিউজসিএ ডেস্ক :: এষা দেওলএষা দেওলবলিউড তারকা এষা দেওল আবার মা হয়েছেন। এবারও তাঁর মেয়ে হয়েছে। বাবা ভরত তখতানি কন্যার নাম রেখেছেন মিয়ারা তখতানি।

সামাজিক মিডিয়ায় আজ মঙ্গলবার এ সুখবর জানিয়েছেন এষা ও ভরত।

নায়িকা এষা আর তাঁর মেয়ে ভালো আছে। আনন্দের সঙ্গে পরিবারে নতুন সদস্যের আগমন উদ্‌যাপন করছেন তাঁরা। সোমবার বিকেলেই মিয়ারার নানা–নানি ধর্মেন্দ্র ও হেমামালিনী গিয়ে হাজির হয়েছিলেন হাসপাতালে।

গত জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এষা জানিয়েছিলেন, আবার মা হতে যাচ্ছেন তিনি। দুই বছর আগে প্রথমবার মা হন এই বলিউড তারকা। তাঁর প্রথম সন্তানের নাম রাধ্যা তখতানি।

হৃতিক রোশনের সঙ্গে ‘না তুম জানো না হাম’ ছবিটি বেশ আলোড়ন তুলেছিল। ‘ধুম’ ছবিতেও ভালো করেছিলেন তিনি। পরে ‘কাল’, ‘দশ’, ‘নো এন্ট্রি’, ‘জাস্ট ম্যারেড’সহ বহু ছবিতে কাজ করেছেন এই তারকা। তাঁকে শেষ দেখা যায় ‘কেকওয়াক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে। ২০১২ সালে ব্যবসায়ী ভরত তখতানিকে বিয়ে করেন এষা৷

বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ জুন ২০১৯/ এমএম


Array