Menu

আজও রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ

 

বাংলানিউজসিএ ডেস্ক :: ঈদুল ফিতর পার হয়ে গেলেও ঈদযাত্রা শেষ হয়নি। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছে বিপুলসংখ্যক মানুষ। রাজধানীর বিভিন্ন বাস, রেল ও বিমানবন্দরে বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে আজও। তবে বাড়তি ভিড় নেই। নিধার্রিত সময়ে ট্রেন আসায় এবং ছেড়ে যাওয়ায় ট্রেনযাত্রীদের বিড়ম্বনাও হচ্ছে কম।

আজ বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে সময়মতোই দেশের বিভিন্ন রুটের ট্রেনগুলো ছেড়ে গেছে নিজ নিজ গন্তব্যে। একই রকম চিত্র দেখা গেছে, রাজধানীর বাস টর্মিনালগুলোতে।

অবশ্য ঈদের আগের দিনগুলোর তুলনায় আজ ঘরমুখো মানুষের ভিড় অনেকটা কম। তারপরেও যারা বাড়ি ফিরছেন তাদের সংখ্যা কম নয়। বাস, ট্রেন ও লঞ্চে করে এসব মানুষ গ্রামের বাড়ি ফিরছেন।

বিভিন্ন কাজে যারা এতদিন ঢাকায় ছিলেন তারা ফিরছেন আজ। অনেকে আবার ভিড় এড়াতে ঈদের আগে বাড়ি যাননি। এখন বাড়ি যাচ্ছেন।

আজ সকাল ১০টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে ১০টি ট্রেনে নিজ নিজ গন্তব্যে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই সময়মতোই স্টেশন ছেড়েছে। তবে পঞ্চগড় এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন বন্ধ রয়েছে। তবে আগামীকাল থেকে ট্রেনগুলো আবার চালু হবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৬ জুন ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ