Menu

কাপড় ব্যবসায়ীকে বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত

বাংলানিউজসিএ ডেস্ক :: ২০১৯ জুড়ে নুসরাতের জীবনে শুধুই সফলতা। নির্বাচনে জয়ী হয়ে তিনি এখন সংসদ সদস্য। আর এরই মধ্যে তিনি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। খুব তাড়াতাড়ি তিনি বিয়ে করছেন। তার হবু বর পশ্চিমবঙ্গের বসিরহাটের বাসিন্দা নিখিল জৈন। যিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।

কলকাতায় প্রাথমিক পড়াশোনা শেষ করে এমপি বিড়লা ফাউন্ডেশনে ভর্তি হন নিখিল। এরপর ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা নিতে লন্ডন যান নিখিল। সেখানে নিখিল বিএসসি করেন ইউনিভার্সিটি অফ ওয়ারউইক থেকে। এরপর পড়াশোনা শেষে ফেরেন কলকাতায়। বর্তমানে নিখিল একটি কাপড় সংস্থার ডিরেক্টর। এই সংস্থার একটি দোকান রয়েছে গড়িয়াহাটে।

নিখিলের কাপড় সংস্থার বিজ্ঞাপনে মডেলিং এর সুবাধেই নুসরাতের পরিচয় হয় নিখিলের। এরপর থেকে নানান সময় তাদের সম্পর্ক নিয়ে নানান ধরণের গুঞ্জন শোনা যায়। সর্বশেষ বিয়ের মাধ্যমে স্থায়ী রূপ পেতে যাচ্ছে তাদের সম্পর্ক।

নিখিল ও নুসরত দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয় বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। তবে একে অপরের ছবি শেয়ার করার ব্যাপারে এখন বেশ রাখঢাক রেখেই এগোচ্ছেন এই হবু দম্পতি। ফেসবুক বা ইনস্টাগ্রামে দুজনের একসঙ্গে ছবি চোখেই পড়ে না।

সংসদ সদস্য হিসেবে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার পরই নুসরাতের বিয়ের খবর সামনে আসে। চলতি মাসেই তুরস্কের ইস্তানবুলে তিনি বিয়ে করবেন বলে জানা গেছে। নুসরতের বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা উপস্থিত থাকবেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ মে ২০১৯/ এমএম


Array