Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  গ্রেফতারের ৮ মাস পর কারামুক্ত হয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন তিনি।এ তথ্য নিশ্চিত করেছেন শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক।শফিকুল অত্যন্ত ক্লান্ত বলেও জানান পলক। তিনি বলেন, সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। বেনাপোল থেকে গ্রেফতারের পর শফিকুলের বিরুদ্ধে প্রথমে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ