Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনা মহামারী পরিস্থিতিতে প্রথমে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা-২০২১ ভার্চুয়ালি করার সিদ্ধান্ত দিলেও পরে সেটি বাতিল করে শারীরিক উপস্থিতিতে মেলার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে কবে এই মেলা আয়োজন করা হবে সেটি বলা হয়নি। এরইমধ্যে বইমেলা আয়োজনের জন্য একটি ডেডলাইন প্রস্তুত করে বাংলা একাডেমিকে লিখিত প্রস্তাব দিয়েছেন প্রকাশকরা।

১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত একমাস বইমেলা আয়োজন করার জন্য মঙ্গলবার বিকালে প্রকাশকদের দুই সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বরাবর চিঠি দেয়া হয়।

এর আগে মঙ্গলবার সকালে সচিবালয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সঙ্গে বৈঠক করে প্রকাশকরা শারীরিক উপস্থিতিতে বইমেলা আয়োজনের বিষয়ে বাংলা একাডেমিকে দেয়া চিঠির অনুলিপি দেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array