প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: স্বামী নাই স্বামী নাই বোকা বলে স্বামী নাই
জ্ঞানহীন বুদ্ধিহীন তাই তো বলো স্বামীহীন।
তুমি কি দেখ না স্তম্ভবিহীন বিশাল আকাশ
তুমি কি দেখ না ফুটন্ত ফুলের সুবাস।
তুমি কি দেখ না কাজাকিস্তানের জলতলে সবুজ বন
তুমি কি দেখ না সুনিয়ন্ত্রিত মানুষের মন।
তুমি কি দেখ না ৫৫০টি আগ্নেয়গিরি বজ্র ধারণ
তুমি কি দেখ না ৫৭০-এ মা আমিনার গর্ভধারণ।
আকাশে রঙধনু নিউ ব্রিটেনে ইউক্যালিপ্টাস গাছ
তুমি কি দেখ না মস্কোতে আলোর আশ।
তুমি কি দেখ না মালদ্বীপে তারার সাগর
তুমি কি দেখ না রাত্রি আকাশে তারার আসর।
তুমি কি দেখ না আলোক জ্যোতি কানাডিয়ান সীমান্তে
তুমি কি দেখ না রাত হতে দিন আসে অজান্তে।
তুমি কি দেখ না মা-সন্তানের কোমল মহব্বত
তুমি কি দেখ না মদিনাতে হায়াতুন নবী মুহাম্মদ (সা.)
অনন্ত অসীম স্বামীর নেই কোনো সীমানা
তাই তো স্বামীর গুণ গাইতে নাই মানা।
স্বামী পাইলেই সব পাবে থাকবে না স্বামী বিনা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ ডিসেম্বর ২০২০/এমএম





