চৌদ্দ ডিসেম্বর
বায়াজিদ গালিব, ক্যালগেরী
ছোট্ট একটি গল্প বলি
দুঃখে ভরপুর
মুক্তিযুদ্ধ শেষ হতে আর
ছিল নাকো দূর।
জয় হবে, জয় বাংলার
বাঙালীদের জয়।
সেটাই ছিল রাজাকারদের
একমাত্র ভয়।
দুঃখ আমার পাহাড় সমান
চৌদ্দ ডিসেম্বর,
রাজাকাররা দিলো হানা
বুদ্ধিজীবীর ঘর।
একে একে ধরে নিলো
ঘর খালি করে,
হাজার খানেক শিক্ষাবিদ
আর পেশাজীবীরে।
তিরিশ লক্ষ শহীদ করেও
মেটেনি যে সুখ,
পিশাচেরা করলো খালি
বাংলা মায়ের বুক ।
স্বাধীন হলেও যুদ্ধ কিন্তু
হয়নি মোদের শেষ।
স্বাধীন বাংলায় রাজাকারদের
আধিপত্য বেশ।
বারে বারে দিচ্ছে হানা
করছে বোমা বাজী,
চোরাগুপ্তা হামলা আর
করছে কারসাজী।
দুঃখ নিয়ে দেখছি সবাই
তাদেরই কারবার,
ভিন্ন রুপে হানছে আঘাত
বাংলায় বারবার।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/১৩ ডিসেম্বর ২০২০/এমএম
Array





