Menu

শাহ আলম স্বপন, ক্যালগেরি, কানাডা :: আমরা যারা ৭০ সালের আগে জন্মেছি তারা বিশেষ ভাগ্যবান

কেন??

…..আমরা সমস্ত প্রযুক্তির ব্যবহার জানি এবং উপভোগ করি ……!!!

কিন্তু …..

আমরা কখনো বইয়ের পাহাড় মাথায় করে বিদ্যালয় যাই নি।

আমাদের মা বাবাকে কখনো আমাদের পড়াশোনা নিয়ে চিন্তায় ব্যতিব্যস্ত হতে হয় নি…!

স্কুলের পরেও সূর্যাস্ত পর্যন্ত বন্ধুদের সাথে চুটিয়ে খেলতাম প্রান ভরে…..

আমরা প্রাকৃতিক বন্ধুদের সাথে জীবন কাটাতাম, net friends দের সাথে নয়……।

যখনই তৃষ্ণার্ত হতাম মন খুলে কল থেকে জল খেতাম, জীবানুর ভয়ে pure water থেকে নয়..

তাও অসুস্থ হয়ে পড়ি নি ।

আমরা ৪ আনার আইসক্রিম ৪ জনে ভাগ করে খেয়েও পেট খারাপ করে বসি নি।

আমরা প্রতিদিন পেট ভরে ভাত আর প্রান খুলে মিষ্টি খেয়েও মোটা হয়ে পড়ি নি।

খালি পায়ে মাঠে ফুটবল খেলেও পা ভেঙে ফেলিনি।

সুস্থ থাকার জন্য কখনো ভাইটামিন দরকার হয় নি ।

খেলনা আমরা নিজেরাই বানিয়ে খেলতাম ।

মা বাবার কাছে থেকেই মানুষ হয়েছি, mentor দরকার হয় নি ।

আমরা সব ভাই বোনেরা একরকম জামা কাপড় পরে মজা পেতাম ..একরকম হওয়ার আনন্দে..

শরীর খারাপ হলে ডাক্তার আমাদের কাছে আসতো, আমাদের যেতে হতোনা।

আমাদের কাছে মোবাইল, DVD’s, Play station, Xboxes, PC, Internet, chatting কিছুই ছিল না

আমাদের সত্যিকারের বন্ধু ছিল ।

বন্ধুকে না জানিয়ে ওর ঘরে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করে আসতাম । কখনো ফোন করে appointment নিতে হয় নি।

যখন আমরা ছোট ছিলাম
হাতগুলো জামার মধ্যে
ঢুকিয়ে নিয়ে বলতাম,
আমার হাত নেই,

একটা পেন ছিল,
যার চার রকম কালি ছিল
আর আমরা তার চারটে
বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম,

দরজার পিছনে লুকিয়ে
থাকতাম কেউ এলে চমকে দেব বলে,
সে আসতে দেরি করছে
বলে অধৈর্য্য হয়ে বেরিয়ে আসতাম,

ভাবতাম আমি যেখানে যাচ্ছি,
চাঁদটা ও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে

সুইচের দুদিকে আঙুল চেপে অন্-অফ এর মাঝামাঝি ব্যালেন্স
করার চেষ্টা করতাম,

দু -ফোটা জল ফেলে
টেস্ট করাতাম,
কোনটা গড়িয়ে আগে নীচে পড়ে,

বৃষ্টি হলে ছাতা না নিয়ে কচু পাতা কলাপাতা মাথায় দিয়ে বলতাম, দ্যাখ জল গায়ে লাগছে না,

ফলের দানা খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম,
পেটের মধ্যে এবার গাছ হবে,

ঘরের মধ্যে ছুটে যেতাম,তারপর কি দরকার ভুলে যেতাম,
ঘর থেকে বেরিয়ে আসার পর মনে পড়ত….
মনে আছে ?

যখন আমরা ছোট ছিলাম তখন ধৈর্য্য সহ্য হতনা যে কবে বড় হব,

আর এখন মনে করি, কেন যে বড় হলাম !

Childhood was the best part of our life.

আমি জানি তুমি এগুলো পড়ছো,
আর তোমার মুখে হালকা হাসি,
ছোটবেলায় সবথেকে বেশিবার জিজ্ঞাসিত প্রশ্নটার উত্তরটা আমি পেয়ে গেছি..

-তুমি বড়ো হয়ে
কি হতে চাও?

উত্তর-
আবার ছোট হতে চাই৷

লেখক: শাহ আলম স্বপন, ক্যালগেরি, আলবার্টা, কানাডা

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ নভেম্বের ২০২০/এমএম

 


Array